মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৬ জুন ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
“এসো শিকড়ের টানে, মিলি প্রিয় প্রাঙ্গণে” প্রতিষ্ঠার ৪৪ বছরে প্রথম মধুপুর আদর্শ ফাজিল মাদরাসার সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা মধুপুরে বাস মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত অতিরিক্ত ভাড়া ও মাপে কম দেয়ার অপরাধে মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা মধুপুর পৌরশহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মধুপুর থেকে চুরি হওয়া ট্রাক ভারত সীমান্ত থেকে উদ্ধার মধুপুরে গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মধুপুরে কর্ণেল আজাদের পক্ষে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন মধুপুরে গজারি গাছ ব্যবহার হচ্ছে ঘর নির্মাণের কাজে মধুপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা মধুপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বনবাসীদের ১২৯ টি মামলা প্রত্যাহারের ঘোষনা

রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ‘এসো বন্ধু মিলিত হই প্রাণোচ্ছল উৎসবে’ এ স্লোগানে শুক্রবার (৩ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিবারন চন্দ্র দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক মোহাম্মদ আবদুল মাননান। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী’র উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় কবি ও কথা সাহিত্যিক মাহমুদ কামাল, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শামসুল হক, টাঙ্গাইলের এসএসএস-এর সিনিয়র ডিরেক্টর অ্যান্ড হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মাহবুবুল হক ভূইয়া শিপন, বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মুজিবর রহমান, সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অরুণ কুমার ভৌমিক, সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিশ^নাথ দে, প্রধান শিক্ষক আব্দুল মান্নান সরকার, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের সাবেক কন্ট্রোলার অব একাউন্টস এমএ আকবর হোসেন, সাবেক প্রধান সহকারী লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী’র উদযাপন কমিটির সদস্য সচিব শামীম আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক অনীক রহমান বুলবুল ও সেলিম হোসেন। স্মৃতিচারণ ও আলোচনাপর্ব শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র-এর আয়োজন করা হয়। সকালে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজ আলী মন্ডল ও সহধর্মিনী বাছিরন নেছার কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানান। প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দ ও আবেগ-আপ্লুত হয়ে পড়েন।

প্রসঙ্গত, বিদ্যালয়টি ১৯৬৭ সালে প্রতিষ্ঠা করা হয়। এই প্রথম প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর আয়োজন করে সংশ্লিষ্টরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102