নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীদের অনিয়মের দায়ে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার(৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ১ টার দিকে সখিপুর পৌর শহরের প্রানকেন্দ্রে মেয়াদত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে আল-মদিনা -২ ফার্মেসীর সত্ত্বাধিকারী মো.নজরুল ইসলামকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। একই সময়ে অবৈধভাবে রাস্তা দখল করে দোকান পরিচালনার দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুসারে ব্যবসায়ী মো: আলমগীর হোসেনকে ২ হাজার,মো.হান্নান মিয়াকে ১ হাজার,জাফর মিয়া,রফিকুল ইসলাম,শাজাহানসহ প্রত্যেককে বিধি অনুসারে ৫’শত টাকা জরিমানা করে প্রাথমিক সর্তক করা হয়।
এ প্রসঙ্গে সখিপুর নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী ভোরের কাগজের প্রতিনিধিকে জানান,জনস্বার্থ বিঘ্নিত হয় এমন স্থানে যেন গাড়ি পার্কি না করা হয়। তিনি আরও বলেন এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।