নিজস্ব প্রতিনিধিঃ অবৈধভাবে কাঠ পোড়ানোর অপরাধে টাঙ্গাইলের কালিহাতীতে আমিন ব্রিকস ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের আমিন ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন বলেন, সোমবার কালিহাতী উপজেলার ছুনটিয়া নামক এলাকায় অবস্থিত আমিন ব্রিকস নামের এক ইটভাটাকে জ্বালানি হিসেবে গাছ, লাকড়ি ব্যবহার করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।