মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

সব ষড়যন্ত্র রুখে দিতে হবে-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘আজকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। তবে তারা যেন বাংলাদেশে আর কোনো দিন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দ ইউনিয়নের ধরাট মাজারে ওরস শরিফে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলেমদের উদ্দেশে টুকু বলেন, ‘যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করেছে, তাদের ব্যাপারে অত্যন্ত সজাগ ও সচেতন থেকে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। এই দেশে গণতন্ত্র ছাড়া ফ্যাসিবাদ সুযোগ পাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব।’

ফ্যাসিবাদের বিদায়ের পরে সারা দেশে স্বাধীনভাবে ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের নিজ নিজ কর্মসূচি পালন করতে পারছে, বলেন তিনি।

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘বিগত দিনে বিএনপির অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। সেই নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই ফ্যাসিবাদমুক্ত, স্বৈরাচারমুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি।’

তিনি বলেন, ‘তারেক রহমান বলেছেন বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। এই দেশে মানুষ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারবে।

শুধু তা-ই নয়, মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। বিগত দিনে ফ্যাসিবাদী সরকার মানুষের কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।’

ওরস শরিফে বিএনপি নেতা হাবিল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights