নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষকের কিল, ঘুষি ও লাথিতে সপ্তম শ্রেণির এক ছাত্র আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ভুক্তভোগী ছাত্র অনিকের বাবা রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
গত বুধবার উপজেলার মৈশামুড়া বসন্ত কুমারি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। আহত ছাত্রকে (১২) উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
অনিক উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে মৈশামুড়া বসন্ত কুমারি উচ্চ বিদ্যালযের সপ্তম শ্রেণির ছাত্র।অভিযোগপত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠে আড্ডার সময় সপ্তম শ্রেণির ছাত্র অনিক (১২) তার সহপাঠীদের সাথে দুষ্টুমির সময় তর্কবিতর্ক হয়। এই ঘটনা অন্য এক ছাত্র শিক্ষক গকুল সরকারের নিকট অভিযোগ করে।
শিক্ষক গকুল সরকার মাঠে এসে অনিককে চর-কিল-ঘুষি-লাথি মেরে অফিস কক্ষে নিয়ে যান। সেখানে ক্রিকেট স্টাম্প দিয়ে অনিককে বেধরক পেটানো হয়। আহত অবস্থায় সহপাঠীরা অনিককে বাড়িতে নিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযুক্ত শিক্ষক গকুল সরকারের সাথে কথা হলে তিনি বলেন, অনিক অন্য ছাত্রদের সাথে ঝগড়া করে তাদের মারপিট করে। এই অভিযেগ পেয়ে তাকে সামান্য বেত্রাঘাত করি। তারপর দেড় ঘণ্টা বিদ্যালয়ে ভালই ছিল। বাড়িতে যাওয়ার পর তার শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন করে আমাকে ফাসানোর জন্য অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, অন্য ছাত্রদের মারপিটের অভিযোগে শিক্ষক ওই ছাত্রকে সামান্য শাসন করেছেন।
বাড়িতে গিয়ে তার অবস্থা এত খারাপ হওয়ার কারণ বুঝতে পারলাম না। তারপরও বিষয়টি সুরাহার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আগামী রবিবার বিষয়টি নিয়ে ইউএনও স্যারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।