নিজস্ব প্রতিনিধিঃ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদ মাঠে ৫ শতাধিক শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। সুখে দুঃখে আমরা জনগণের পাশে আছি।
এদিকে কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেছেন অসহায় মানুষ। তিনি উপজেলার ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর শাখা বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন সরকার জেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাত কবির সুমন, আরেফিন রানা ও আল হেলাল প্রমুখ।