নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে কোরআন শরীফ অবমাননার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাতের দায়ে তাইজুল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রবিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বানেছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে ইলেকট্রনিক যন্ত্র ও মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে কোরআন শরীফের ওপর নিজের ছবি বসিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইমুতে পোস্ট করেন তাইজুল ইসলাম।