নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাইল কে, নাগবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার শাজাহান আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারো বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাজাহান আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কেমি প্লাস ইন্ডাষ্টির চেয়ারম্যান তরুণ শিল্প উদ্যোক্তা মো. শামীম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, শাজাহান আকন্দ ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ফারুক, পাকুটিয়া স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক কাজী আব্দুল বারী, মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাহাজ্জত হোসেন, কে,নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিবুন নেছা, চৈথট্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সাবেক সেনা অফিসার মো. তোতা মিয়া, ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রামার মোঃ আক্তারুজ্জামান, কে,নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করেন শাজাহান আকন্দ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কে,নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাটাইল দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোঃ খলিলুর রহমান সহ সাংবাদিক বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা শাজাহান আকন্দের বর্ণাঢ্য কর্মময় জীবনে কথা উল্লেখ করে বক্তব্য প্রদান ও স্মৃতি চারণ করেণ। মৃত শাজাহান আকন্দের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।এ বছর ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এ (+) প্লাস ও সাধারণ বৃত্তি প্রাপ্ত ১১৪ জন ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান, সনদ বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।