নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে এক রডমিস্ত্রিকে জবাই করে হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু, টাঙ্গাইল জেলা রাজ ও রডমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, নিহত ফুলচানের বাবা স্বন্দেশ মিয়া প্রমুখ। এ সময় দাইন্যা ইউনিয়নের এলাকাবাসী উপস্থিত ছিল।
জানা যায়, গত ৩০ জানুয়ারি রাতে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় রডমিস্ত্রি ফুলচান মিয়া (১৮) হত্যার ঘটনা ঘটে। তিনি ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে।
নিহত ফুলচানের বাবা স্বন্দেশ মিয়া বলেন, ‘আমার ছেলে কী দোষ করেছিল যে তাকে নির্মমভাবে মেরে ফেলল। আমি এই হত্যার সঠিক বিচার চাই। খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির আওতায় আনতে হবে।’
ঘটনাটি এলাকায় বেশ আতঙ্ক সৃষ্টি করেছে। এদিকে নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহম্মেদ বলেন, ‘এ নৃশংস হত্যা মামলায় সৌরভ এবং আজিজুল নামের দুজনকে গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের তদন্ত ও অভিযান চলমান আছে।’