নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে গুড়িয়ে দেওয়া অবৈধ সেই সাত ইটভাটায় চতুর্থ দফায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলার বহুরিয়া. চান্দুলিয়া, পাথালিয়াপাড়া ও দেওহাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া বহুরিয়া এলাকার এইচএসবি ব্রিকসের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই লাখ টাকা এবং ধেরুয়া এলাকার হাকিম ব্রিকসের কাগজপত্র না থাকায় ভাটা মালিকের কাছ থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেন বিচারক।
গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো—বহুরিয়া গ্রামের আরবিসি ব্রিকস, এমএসবি ও বাটা ব্রিকস, চান্দুলিয়া গ্রামের এইচইউবি ব্রিকস, দেওহাটা গ্রামের মল্লিকপাড়ার সনি ব্রিকস ও রান ব্রিকস এবং পাথালিয়াপাড়ার বিঅ্যান্ডবি ব্রিকস।