নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান এলাকায় মেসার্স রায়হান ব্রিকস নামে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান মেসার্স রায়হান ব্রিকস নামে অবৈধ ইটভাটা পরিচালনা করা হয়। এ-সময় ইটভাটার স্বত্বাধিকারী মো.খোরশেদ আলম অনুমোদনের বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ইটভাটার চিমনিসহ ভাটার স্থাপনা ভেঙে দেওয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী।
এবিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী জানান,অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।