নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় দু’জন নিহত হয়েছেন। সোমবার (১০ ফেবব্রুয়ারি) সকালে যমুনা সেতুর পূর্ব পাড়ে উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিহাতী উপজেলার কুরশাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে ভ্যানচালক আব্দুল হালিম (৩৫) এবং ভ্যানের যাত্রী একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মরহুম আবুল মিঞার ছেলে আব্দুল রাজ্জাক আকন্দ (৫৪) ঘটনাস্থলে মারা যায়।
যমুনা সেতু পুর্ব থানার এসআই তাহেরুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে একটি অটোভ্যান একজন যাত্রী নিয়ে যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। যোকারচর এলাকায় ১৮ নম্বর ব্রিজের কাছে পৌঁছলে পেছন থেকে একটি বাস ভ্যানটিকে চাপা ঘটনাস্থলেই ভ্যানের চালক ও যাত্রী দু’জনেই নিহত হন।