নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির ওপর শারীরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন।
গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ভিসির ওপর এমন হামলা কেবল ব্যক্তির ওপর নয়, বরং শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ ও অ্যাকাডেমিক স্বাধীনতার ওপরও আঘাত। তিনি আরো বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। সহিংসতার মাধ্যমে মতপ্রকাশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।