নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অনুমান ২০ বছর বয়সী অজ্ঞাত এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে মির্জাপুর রেলস্টেশনের ২০ গজ পূর্ব দিকে এ ঘটনা ঘটে। তবে ট্রেনে কাটা পড়ার আগে তিনি ছিনতাইয়ের শিকার হয়েছিলেন বলে মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলামকে জানিয়েছিলেন ওই তরুণ। ভোরের দিকে মির্জাপুর স্টেশন অতিক্রম করা ধূমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করেন। ঘটনার পর টাঙ্গাইল রেলওয়ে ফাঁড়ির পুলিশ তার লাশ নিয়ে গেছে বলে জানা গেছে।
স্টেশন মাস্টার বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণ স্টেশনে এসে নাটোর যাবে বলে জানায়। কিন্তু রাতে নাটোর যাওয়ার কোনো ব্যবস্থা নেই বলে জানান তিনি।
পরে বাসে চলে যেতে বললে ওই তরুণ তাকে জানান তার মোবাইল মানিব্যাগ ছিনতাই হয়ে গেছে। এ সময় নিজেকে কলেজছাত্র বলেও পরিচয় দেয় সে। তবে কোথায় কীভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কিংবা নাম পরিচয় সম্পর্কে কিছু না জানিয়েই স্টেশন ত্যাগ করে ওই তরুণ।