মোঃ ছাবির উদ্দিন রাজু, ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বেসরকারী উন্নয়ন সংস্থা পপির ‘ভৈরব ফুটওয়্যার সেক্টরে পাদুকা বিতরণ চ্যানেল এ্যাক্টরদের দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের উদ্যোগে ভৈরব উপজেলা প্রশাসন ও ভৈরব পৌরসভার প্রতিনিধি, পাদুকা এসোসিয়েশন, পাদুকা হোলসেল মার্কেট প্রতিনিধি, পাদুকার হোলসেল ব্যবসায়ীসহ পপি ও সুইসকন্ট্যাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয় ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে গত ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং বেলা ১১ ঘটিকায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শবনম শারমিন, উপজেলা নির্বাহী অফিসার ভৈরব। অতিথিদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন মোঃ ফারুক, পৌর প্রশাসনিক কর্মকর্তা ভৈরব পৌরসভা, জিএম আরিফ সারোয়ার বাতেন নির্বাহী প্রকৌশলী ভৈরব পৌরসভা, জলি বদন তৈয়্যবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ভৈরব, মোঃ আসাফ উদদৌলা আশিক এলইডি কো-অর্ডিনেটর প্রবৃদ্দি, সুইস কন্ট্যাক্ট ও মোঃ আলামিন মিয়া সভাপতি ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিঃ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও সুইসকন্ট্যাক্ট-প্রবৃদ্ধি প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন জান্নাতুল ফেরদৌস সিনিয়র এলইডি কো-অর্ডিনেটর, প্রবৃদ্ধি সুইসকন্ট্যাক্ট। পপির পক্ষ থেকে উক্ত প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে প্রকল্পের আওতায় দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করেন মোঃ শামসুল হক নাহিদ সুজ, মোঃ সাদ্দাম হোসেন এস.এম. সুজ, মামুন খান রিতু সুজ প্রমুখ। বক্তারা বলেন, পপি ও সুইসকন্ট্যাক্ট এর উদ্যোগে পাদুকা হোলসেল ব্যবসায়িদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। পপির প্রকল্প সমন্বযকারী মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে মোঃ আলামিন মিয়া, সভাপতি ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লি. তিনি বলেন পপি সুইসকন্ট্যাক্ট এর সহায়তায় ভৈরব পাদুকা সেক্টরের উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করছে যা এ শিল্পের উন্নয়নে সহায়ক হবে। অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ভৈরববের পাদুকা শিল্পের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলেন। তারা বলেন, এ শিল্পের প্রসারে উদ্যোগ গ্রহণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনা বৃদ্ধি করা প্রয়োজন। পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক বলেন, মানসম্মত পাদুকা উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষে দক্ষতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ গুণগতমানসম্পন্ন ও টেকসই পাদুকা উৎপাদন ও বিতরণ ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে এ শিল্পের প্রসারে প্রয়োজন কার্যকরী উদ্যোগ গ্রহণ। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ভৈরব শবনম শারমিন বলেন, ভৈরবের পাদুকা শিল্প একটি সম্ভাবনাময় শিল্প। ভৈরবের অর্থনৈতিক উন্নয়নে পাদুকা শিল্পের গুরুত্ব অপরিসীম। পাদুকা উৎপাদনে কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা সম্ভব হবে। তিনি আরও বলেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ যেমন হ্রাস পাবে এবং সেইসাথে বর্জ্য রিসাইকেল করে বিভিন্ন পণ্য তৈরি করা সম্ভব হবে। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রকল্পের আওতায় সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী উদ্যোক্তাদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দে কাছ থেকে প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন। পপির প্রকল্প সমন্বয়কারী মোঃ বাবুল হোসেন বলেন পপি, সুইসকন্ট্যাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়ধীন উক্ত প্রকল্পের মাধ্যমে ইতি মধ্যে ৩০০ জন পাদুকা হোলসেল বিক্রয় ব্যবসা পরিচালনা কারী উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, প্রকল্পের আওতায় পাদুকা হোলসেল ব্যবসায়ীদের পণ্যের মার্কেটিং ও ব্যবসা প্রসারের প্রয়োজনীয় কারিগরী সহযোগিতা প্রদান করা হবে।
ভৈরব পাদুকা সেক্টরে বিতরণ চ্যানেল এ্যাক্টরদের দক্ষতা উন্নয়ন প্রকল্পটি সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এ স্থানীয় সরকার বিভাগ ও সুইস কন্ট্যাক্ট এর যৌথ উদ্যোগে সহযোগী সংস্থা পপি কর্তৃক কিশোরগঞ্জ জেলার ভৈরবে বাস্তবায়িত হচ্ছে।