নিজস্ব প্রতিনিধিঃ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও কুশপুতুল দাহ করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ এই কর্মসূচি পালন করে।
এসময় আন্দোলনকারীরা নারীদের নিরাপত্তা ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা এমন বাংলাদেশ চাইনি, যে বাংলাদেশে নারীরা বাড়ি, সমাজ ও দেশে নিরাপদ নয়। আমরা বিভিন্ন সময় ইভটিজিং ও হয়রানির শিকার হচ্ছি। দেশে দিন দিন ধর্ষণ বেড়েই চলেছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। আমরা তার দ্রুত পদত্যাগ দাবি করছি।