নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য নামমাত্র মূল্যে ১০ টাকায় ইফতার বিক্রির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন। বুধবার (১২ মার্চ) বিকেলে জেলা সদর রোডের ইসলামী পাঠাগারের সামনে ৭০ টাকার ইফতারসামগ্রী মাত্র ১০ টাকায় বিক্রি করেছে সংগঠনটি।
ইফতারে খেজুর, মুড়ি, ছোলা, পিঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি ও এক বোতল খাবার পানি রয়েছে। ব্যতিক্রমী এ উদ্যোগে খুশি খেটে খাওয়া মানুষেরা।
১০ টাকায় ইফতার পেয়ে উচ্ছ্বসিত বস্তির মর্জিনা বেগম বলেন, ‘গরিব হওয়ায় ভালো ইফতার করতে পারি না। ১০ টাকায় ইফতার কিনেছি আজ। প্রতিদিন এমন আয়োজন করা উচিত।’
ভিক্ষুক আসলাম মিয়া বলেন, ‘আমি শারীরিক প্রতিবন্ধী। প্রতিদিন ঠিকমত ইফতার করা হয় না। এত খাবার ১০ টাকায় কিন্যা খুব খুশি আমি।’
সংগঠনের সমন্বয়কারী জে আর হৃদয় জানান, ‘রমজান জুড়েই সংগঠনের উদ্যোগে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড, হাসপাতাল গেট, বটতলা মোড়, রেজিস্ট্রিপাড়া, নিরালা, পুরাতন বাসস্ট্যান্ড, গোরস্থান মসজিদসহ বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে নিম্ন আয়ের ভিক্ষুক, দিনমজুরসহ সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।
১০ টাকায় ইফতার বিক্রির উদ্যোক্তা ও সংগঠনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, ‘দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতারি বিক্রি করছি।
টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’ ইফতার বিক্রি আয়োজনে সংগঠনের সদস্য আলফি তালুকদার, তৌহিদুল সাদাত ও রাব্বি খান প্রমুখ উপস্থিত ছিলেন।