নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার বড়চওনা বাজারের মক্কা ডায়াগনস্টিক সেন্টারসহ কয়েকজন ব্যবসায়ীকে অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
বুধবার(১২মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে সখিপির উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী এ অভিযান পরিচালনা করেন।অভিযানে ঐ ক্লিনিকের মালিক শাহজাহান সিরাজকে ২০হাজার অন্য দুজন ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ-সময় সখিপুর থানা অফিসার ইনচার্জ জাকির হোসেনসহ স্থানীয় বনিকের সভাপতি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।