নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছেন। উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় (লক্ষণ ঘাট) রিফিউজি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত শুক্রবার উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় এলাকার খায়রুল ইসলামের ছেলে রাজীব (৩০) সন্ধ্যা ৭টায় তার স্ত্রীর শোভা বেগমের (২৪) নিকট নেশার টাকা চায়। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারপিট করতে থাকে। এ সময় রাজিয়া বেগম এগিয়ে গেলে রাজীবের হাতে থাকা আনারস কাটার ধারালো দা দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই রাজিয়ার মৃত্যু হয়।
স্থানীয় রাজ খান জানান, রাজীব নেশার টাকা চেয়ে না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করে ও স্ত্রীকে কুপিয়ে দু’হাতের কব্জি কেটে গুরুতর আহত করে। মাকে খুন করেই খান্ত হয়নি। পরে মাকে টেনেহিঁচড়ে আনারস বাগানে নিয়ে পুঁতে রাখার চেষ্টা করে। স্ত্রীর চিৎকারে এলাকার লোকজন দৌড়ে এলে রাজীব পালিয়ে যায়।
আহত শোভা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রাজীবকে রাত ২টায় পাশের গ্রাম মহিষমারা নেদুরবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।