মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :

মাভিপ্রবিতে বিজিই বিভাগের ইফতার মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের আয়োজনে এক মহতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ই মার্চ বিকাল ৫টায় বিজিই গ্যালারিতে অনুষ্ঠিত এ মাহফিলে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান খান সিয়াম। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজাহিদ উজ্জল। এরপর ইসলামিক নাশিদ পরিবেশন করেন প্রথম বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ ইসহাক ও তার সহপাঠীরা। বিজিই বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ড. এ কে এম মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। এছাড়া রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা পেশ করেন বিজিই বিভাগের সম্মানিত শিক্ষক, প্রফেসর ড. কেএম কাদেরী কিবরিয়া। রমজানের সামাজিক শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত দারস পেশ করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান। এরপর আত্মসমালোচনামূলক ইসলামি সংগীত পরিবেশন করেন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়, যেখানে দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। বিজিই বিভাগের আয়োজিত এ ইফতার মাহফিল ইসলামী ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সমপ্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন উপস্থিত শিক্ষার্থীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102