নিজস্ব প্রতিনিধিঃ দেশের অন্যতম বৃহত্তম যমুনা রেলসেতুর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় টাঙ্গাইল প্রান্তে ইব্রাহিমাবাদ রেলস্টেশনে এ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিছেন বাংলাদেশ রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মি. সাইদা সিনচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মি. ইতো তেরুয়াকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে মহাপরিচালক মো.আফজাল হোসেন।
এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হলো। ইব্রাহিমমাবাদ স্টেশনে আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে ট্রেনে করে সিরাজগঞ্জের সায়দাবাদ রেলস্টেশনে যান তারা। উদ্বোধনের পর মাত্র সাড়ে তিন মিনিটে রেলসেতু অতিক্রম করে একটি স্পেশাল ট্রেন। এর আগে ৬ কোচের এই স্পেশাল ট্রেনটি উদ্বোধনের জন্য প্রস্তুতের পর সাজিয়ে রাখা হয়।