মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অভিনেতা সিদ্দিককে বেধড়ক মারধর করে থানায় সোপর্দ! মধুপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত বন-জঙ্গল কমে যাওয়ায় ‘আনাই’ ফল আজ বিলুপ্তপ্রায় সন্তান বিক্রি করে মোবাইল-গহনা কিনলেন মা, উদ্ধার করলো পুলিশ মধুপুরে নওমুসলিমের বাড়ি ভাঙায় বিক্ষোভ ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের কালসাপ ও সন্ত্রাসী আখ্যা দেন মধুপুরের ইউএনও মধুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে মহিলাদের নিয়ে ঈদ পুনর্মিলনী করলেন এ্যাডভোকেট মোহাম্মদ আলী মধুপুরে দৃশ্যমান হলো ইসলাম শিক্ষা পাঠাগার

ভূঞাপুরে ভিজিএফের চালের স্লিপ বিএনপি নেতাদের নামে ভাগবাটোয়ারার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দের ভিজিএফের চালের স্লিপ ভাগবাটোয়ারার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে চাল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন প্রকৃত অসহায় ও দুস্থরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়নে ১০ হাজার ২৯৫ জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ঈদ উপহার হিসেবে প্রায় ৩২ টন চাল বরাদ্দ এসেছে। এরমধ্যে অলোয়া, গাবসারা ও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হয়েছে।

গোবিন্দাসী ইউনিয়নের দুস্থ ও হতদরিদ্ররা জানান, তারা ১০ কেজি চালের একটি স্লিপ পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। কিন্তু পরিষদ থেকে তাদের কোনো স্লিপ দেওয়া হচ্ছে না।

শুধু গোবিন্দাসী নয়; উপজেলার ফলদা, অর্জুনা ও নিকরাইলেও একই চিত্র। চেয়ারম্যানদের ওপর চাপ সৃষ্টি করে বিএনপির নাম ভাঙিয়ে শত শত স্লিপ হাতিয়ে নিয়েছেন কতিপয় নেতাকর্মী।

নাম প্রকাশে অনিচ্ছুক গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য (মেম্বার) জাগো নিউজকে বলেন, ঈদ উপহারের ভিজিএফের মাত্র ৩০-৩৫টি করে স্লিপ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। বাকিগুলো তিনি কী করেছেন তা তিনিই ভালো বলতে পারবেন।

এ বিষয়ে গোবিন্দাসী ইউপি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, ‘মেম্বারদের দেওয়া হয়েছে ৩০টি করে। আমি দুস্থদের দেওয়ার জন্য ১৫০টি নিয়েছি। প্রতিটি ওয়ার্ড বিএনপি নিয়েছে ৫০টি করে। এর বাইরে অন্যান্য বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাকিগুলো বণ্টন করে নিয়েছেন।’

ফলদা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ ওরফে স্বপন জানান, তিনি নিজে বিতরণের জন্য নিয়েছেন ২০০টি স্লিপ। উপজেলা পরিষদ থেকে বিতরণের জন্য দেওয়া হয়েছে ২০০, দলীয় নেতাকর্মী নিয়েছেন ৬০০টি। বাকিগুলো মেম্বারদের দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু জাগো নিউজকে বলেন, ‌‘বিষয়টি আমাদের জানা নেই। যদি কেউ এমন কাজ করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন বলেন, প্রকৃত অসহায় ও দুস্থরা যাতে সরকারের উপহার পান, সেজন্য চেয়ারম্যান-মেম্বারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102