মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :

আমাদের প্রাক্তন প্রেমিকা এক বলে কোনো সমস্যা হয়নি : সৃজিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে ইদানীং বেশি দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়কে। খুব ছোট থেকেই একে অন্যেকে চেনেন। সৃজিত স্কুলে পরমব্রতের সিনিয়র ছিলেন। তখন থেকেই সম্পর্ক শুরু। পরে আবার সিনেমার সূত্রে তারা জুড়ে যান। 

সৃজিতের সঙ্গে কি পরমব্রতের ভালোবাসার সম্পর্ক? নাকি ঘৃণার? এই প্রশ্নের উত্তরে সৃজিত খোলসা করলেন, “৩৭ বছরের একটা সম্পর্ককে ভালোবাসা বা ঘৃণা কিছু দিয়েই ব্যাখ্যা করা যায় না। পরমব্রত আর আমি বারবার কাছে এসেছি। আবার আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আবার কাছে এসেছি। এটুকু বলতে পারি, আমাদের একটা অন্য পর্যায়ের বোঝাপড়া রয়েছে।”

ব্যক্তিজীবনে সৃজিত-পরমব্রত দুজনেই অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে প্রেম করেছেন। তাই বলে কি তাদের মাঝে কখনো দূরত্ব তৈরি হয়েছিল? দুজনেই জানালেন, ‘এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রাক্তন প্রেমিকা এক হওয়ার কারণে আমাদের কোনও সমস্যা হয়নি। সময়টা এক নয়।’

সৃজিত যোগ করলেন, “সেই সময়ে আমি চার লাইনের বার্তা পাঠিয়েছি। তার তিন লাইন উত্তর এসেছে। এরকম সংক্ষিপ্ত কথোপকথনের মাধ্যমেই ভালো-মন্দ যেটাই হোক, সমাধান হয়ে গেছে।’

ছবির ডাবিং নিয়ে সৃজিত নতুন তথ্য দিলেন। পরমব্রতের থেকে ঠিক কী চাইছেন, সেটা বোঝানোর জন্য নাকি পুরো বাক্য খরচ করতে হয় না। পরিচালক একটা শব্দ বললে, নায়ক বুঝে নেন, ঠিক কী চাইছেন সৃজিত।

পরিচালক সাক্ষাত্‍কারে আরও বলেন, “অন্য কারও সঙ্গে দেখা হলে যেমন ‘কেমন আছেন’, ‘কী করছেন’, এসব বলি, পরমের সঙ্গে আমার সেরকম ব্যাপার নেই। আমরা কে কী করছি, অন্যজনের কাছে সেই খবর থাকে। এর বাইরে যতটুকু জানতে চাই, সেটা প্রশ্ন করে জেনে নিই।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102