মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :

ভূঞাপুরে বালু উত্তোলনের দায়ে ৭ জনের সাজা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভুঞাপু‌রে যমুনা নদী‌তে অ‌বৈধভা‌বে বালু উত্তোলনের দা‌য়ে ৭ জন‌কে আটক ক‌রে যৌথবা‌হিনী। প‌রে আটককৃত‌দের ম‌ধ্যে ৫জন‌কে একমাস ক‌রে কারাদণ্ড ও ২ জন‌কে ৭‌দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রেন ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী ম্যাজি‌স্ট্রেট মো. তা‌রিকুল ইসলাম।

বুধবার (৯ এপ্রিল) বি‌কে‌লে উপ‌জেলার সিরাজকা‌ন্দি এলাকায় অ‌ভিযান পরিচালনা করা হয়। প‌রে আটককৃত‌দের সাজা দি‌য়ে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়। ‌

কারাদণ্ডপ্রাপ্তরা হ‌লেন, উপ‌জেলার সিরাজকা‌ন্দি গ্রা‌মের মৃত সাত্তার মিয়ার ছে‌লে বাদশা মিয়া (৩৬), একই গ্রা‌মের লুৎফর রহমা‌নের ছে‌লে মো. আক্তার (৩৬), মৃত হা‌বিবুর রহমা‌নের ছে‌লে মো. সুমন (৩০), মৃত জালাল উদ্দী‌নের ছে‌লে দিলদার হো‌সেন (৬০), একই গ্রা‌মের ওসমান (৪০) ও আবুল কা‌শেম (৪৮) এবং পলশিয়া গ্রা‌মের মৃত অহম আলীর ছে‌লে বেলাল হো‌সেন (৩৫)।

জানা গে‌ছে, এরা যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন যমুনা নদীতে বাঁধ দি‌য়ে দীর্ঘদিন ধ‌রে বালু উত্তোলন ক‌রে ট্রাক‌যো‌গে বি‌ক্রি কর‌ছিল। প‌রে খবর পে‌য়ে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে যৌথবা‌হিনী। এতে বালু উত্তোল‌নে জ‌ড়িত ৭ জন‌কে আটক করা হয়। এ সময় ২৮ হাজার ৮৫০টাকা ও ৪‌টি ভেকু জব্দ করা হয়।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) একেএম ‌রেজাউল ক‌রিম জানান, যমুনা নদী‌তে অ‌বৈধভা‌বে বালু উত্তোলন ব‌ন্ধে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ৭ জন‌কে ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্যমে বি‌ভিন্ন মেয়া‌দে সাজা দেওয়া হয়। আসামিদের বৃহস্প‌তিবার কারাগা‌রে পাঠা‌নো হ‌বে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102