ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠনের আন্দোলনের ফলে শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের সভায় আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করায় টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামের শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) সকালে জেলা জামায়াতে ইসলামের আমীর আহসান হাবীব মাসুদের নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মো. হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হুসনি মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, কর্মপরিষদ সদস্য মাওলানা আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, অধ্যক্ষ মোন্তাজ আলী, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদরের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ।