পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় আল আমিন (৭) নামের প্রথম শ্রেণির এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে।
গতকাল সোমবার (১২ মে) দুপুরে ঘাটাইল উপজেলার ঘাটাইল-মোহনপুর গ্রামীণ সড়কের কুলিয়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শিশু শিক্ষার্থী আল আমিন ঘাটাইল উপজেলার বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।