মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষকদের নিয়ে ‘ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে অর্থনীতি বিভাগের সেমিনার হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক মো. মতিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজীম আখন্দ।
বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. নাজমুস সাদেকীন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সঞ্জয় কুমার সাহা। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. মাহবুবুল হাকিম।
এ সময় উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “বর্তমানে উচ্চশিক্ষার মান উন্নয়নে ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। অর্থনীতি বিভাগে এই শিক্ষাব্যবস্থার বাস্তবায়নের উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগোপযোগী পদক্ষেপ। কারণ শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন নয়, বরং তাদের দক্ষতা, আচরণ এবং নৈতিকতার উন্নয়ন নিশ্চিত করাই ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য।”
তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত এমন শিক্ষার্থী তৈরি করা, যারা শুধু ভালো ফলাফল করবে না, বরং জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধে হবে সমৃদ্ধ। আমি সবসময় চেষ্টা করি, আমাদের শিক্ষার্থী ও শিক্ষকরা যেন সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষায় নিজেদের সম্পৃক্ত করতে পারে। ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই লক্ষ্য অর্জন সম্ভব।”