বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘দুর্ঘটনাকবলিত বিমানটি পুরাতন একটি বিমান, পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল কি না, বিমানটির সঠিকভাবে পরিচালনা করা হয়েছে কি না, এছাড়া বিমানটির পুরাতন যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছিল কি না সেজন্য তদন্ত হওয়া দরকার। বিমান দুর্ঘটনায় দায় বিমান কর্তৃপক্ষ এড়াতে পারবে না।’
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তানভীর আহমেদের গ্রামের বাড়ি নগরভাতগ্রামের নয়াপাড়া গ্রামে আজ রবিবার (২৭ জুলাই) সকালে তানভীরের পরিবারকে সান্ত্বনা দিতে এসে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, ‘বিএনপি যতদিন আছে ততদিন নেতাকর্মীরা বিমান দুর্ঘটনায় শহীদ হওয়া সব পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ সময় বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২১ জুলাই (সোমবার) দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ঘটে। এতে মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রামের নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার বড় ছেলে অষ্টম শ্রেণির ছাত্র তানভীর আহমেদ মারা যান। পরের দিন মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় আন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তানভীরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।