মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

বিমান দুর্ঘটনায় দায় বিমান কর্তৃপক্ষ এড়াতে পারবে না-আব্দুস সালাম পিন্টু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘দুর্ঘটনাকবলিত বিমানটি পুরাতন একটি বিমান, পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল কি না, বিমানটির সঠিকভাবে পরিচালনা করা হয়েছে কি না, এছাড়া বিমানটির পুরাতন যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছিল কি না সেজন্য তদন্ত হওয়া দরকার। বিমান দুর্ঘটনায় দায় বিমান কর্তৃপক্ষ এড়াতে পারবে না।’

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তানভীর আহমেদের গ্রামের বাড়ি নগরভাতগ্রামের নয়াপাড়া গ্রামে আজ রবিবার (২৭ জুলাই) সকালে তানভীরের পরিবারকে সান্ত্বনা দিতে এসে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, ‘বিএনপি যতদিন আছে ততদিন নেতাকর্মীরা বিমান দুর্ঘটনায় শহীদ হওয়া সব পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে থাকলে তিনি নিজেই আসতেন। তারেক রহমানের নির্দেশে তার প্রতিনিধি হিসেবে আমরা শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করতে এসেছি। বিমান দুর্ঘটনার ঘটনায় বিএনপি শোকাহত মর্মাহত।’পরে নেতাকর্মীরা তানভীরের কবর জিয়ারত করেন।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২১ জুলাই (সোমবার) দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ঘটে। এতে মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রামের নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার বড় ছেলে অষ্টম শ্রেণির ছাত্র তানভীর আহমেদ মারা যান। পরের দিন মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় আন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তানভীরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে সামাজিক কমরস্থানে তাকে দাফন করা হয়। তানভীরের ছোট ভাই তাসফিক আহমেদ একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

এলাস্টিক ব্যবসায়ী রুবেল মিয়া পরিবার নিয়ে গত ১০ বছর যাবত উত্তরায় ভাড়া বাসায় বসবাস করেন। সে সুবাদে তার দুই ছেলেকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করেন। রুবেলের বড় ছেলে তানভীর আহমেদ নার্সারি থেকে একই বিদ্যালয়ে অধ্যায়নরত ছিল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102