টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ লাইব্রেরিতে পাঠকদের বই পড়ায় সমৃদ্ধ করতে মূল্যবান বই প্রদান করা হয়েছে।
৬ আগস্ট বুধবার সন্ধ্যায় মধুপুর উপজেলা পরিষদ লাইব্রেরিতে পাঠকদের জন্য মূল্যবান বই হস্তান্তর করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল বাছেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, সাংবাদিক আলকামা সিকদার, শিক্ষক ফজলুল হক, বই পড়ুয়া নিয়মিত পাঠক ও শিক্ষার্থীবৃন্দ।

এ সময় লাইব্রেরির ব্যবস্থাপনা, লাইব্রেরি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এবং অন্যান্য নানাবিধ উন্নয়ন কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।