বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে তারা রাজনীতি করতে আসেনি। তারা দেশেকে ভালোবাসে না, তারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে, দেশের সম্পদ ধ্বংস করেছে। ওরা মেধাবী ছাত্রদের জীবন ধ্বংস করেছে। ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে গত ৫ আগস্ট ২৪-এর বিজয় এসেছে।
আজকের বিজয়ের এই দিনে তথাকথিত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা কিভাবে হেলিকপ্টারে পালিয়ে গেছে তার দৃশ্য ভেসে উঠছে।’
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আনন্দ মিছিলপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দুপুর দেড়টার দিকে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিশাল আনন্দ মিছিল মির্জাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘বিগত ১৫ বছর দেশের তরুণরা ভোট দিতে পারেনি।
এ জন্য আগামী জাতীয় নির্বাচনে তরুণরা ভোট দেওয়ার অধীর আগ্রহে রয়েছে। আমাদের নেতা তারেক রহমান স্লোগান দিয়েছেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। বিএনপির নেতাকর্মীরাও বিশ্বাস করেন আগামীতে তরুণদের ভোট বিএনপির পক্ষেই যাবে।’তিনি আরো বলেন, ‘তরুণরা শুধু ভোট নয়, চাকরি করার অধিকার ছিল না, যোগ্যতার কোনো দাম ছিল না, শুধু আওয়ামী লীগ হলেই চাকরি পেত।
আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার ঘোষণা করেছেন। তরুণরা যোগ্যতার মধ্য দিয়ে চাকরি পাবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ঘোষিত ৩১ দফায় তা উল্লেখ রয়েছে।’
মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আহমেদ আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম প্রমুখ বক্তৃতা করেন।