মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

বাশুলিয়া হলো এক টুকরো টাঙ্গুয়ার হাওর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

চারদিকে থৈ থৈ বিশাল জলরাশি, মাঝখানে শতবর্ষী হিজল গাছ। দৃষ্টির সীমানায় নেমে এসেছে নীল আকাশ, নীল জলরাশির উপর ভাসছে ছোটবড় অসংখ্য নৌকা। দর্শনার্থীদের ভিড়ে এ যেন প্রকৃতির এক প্রাণবন্ত মিলনমেলা। টাঙ্গাইলের বাসাইল উপজেলার পৌর এলাকার চাপড়াবিলের এমন নৈসর্গিক দৃশ্য দেখলে যে কেউ এটাকে টাঙ্গুয়ার হাওর বলে ভুল করে বসবে। টাঙ্গাইল শহর থেকে বাসাইল বাসস্ট্যান্ডের দূরত্ব ১৪ কিলোমিটার। এখান থেকে বাসাইল-নলুয়া রোডে ৪/৫ কিলোমিটার পূর্বদিকে এগিয়ে গেলে দেখা মেলে বাসুলিয়ার। পাকা সড়কের দু’পাশে বাধাই করা ঘাটলা। রয়েছে ছোটবড় সেতু, বসার জন্য সড়কের ধারে পাকা বেঞ্চ, কৃষ্ণচূড়া গাছের নিচে দর্শনার্থীদের জন্য তৈরি করা যাত্রী ছাউনি। এ ছাড়া মঞ্চ বাসুলিয়ার আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে। উপজেলায় চিত্তবিনোদনের জন্য তেমন কোনো আকর্ষণীয় জায়গা না থাকায় বাসুলিয়া বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে জায়গাটিতে থাকে পার্শ্ববর্তী উপজেলাগুলোর দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দর্র্শনার্থীদের ক্লান্তি আর ক্ষুধা মেটাতে এখানে গড়ে উঠেছে মিনি রেস্টুরেন্টসহ ফাস্টফুডের দোকান। জলে ও স্থলে উভয় জায়গায়ই রয়েছে ফুচকা, চটপটি, ঝালমুড়ির ভ্রাম্যমাণ দোকান। শিশু-কিশোরদের বিনোদনের জন্য গড়ে উঠেছে মিনি পার্ক।

জানা যায়, বাসুলিয়ার হিজল গাছকে কেন্দ্র করে স্থানীয় ডিঙ্গি নৌকার মাঝিদের চলে রমরমা ব্যবসা। অন্ধ বিশ্বাসে যুবক-যুবতীদের প্রিয়জনকে পেতে হিজল গাছের পাতা চিবিয়ে খেতে দেখা গেছে। এই হিজল গাছ নিয়েও রয়েছে কাহিনী। গুনিন জাদুকর নামক এক লোকের জাদুতে গাছটি সুদূর আসামের কামরূপ থেকে প্রেমিক যুগল অনীল ও বীণাকে গাছের উপর বসিয়ে রাতের আঁধারে উড়ে আসে এখানে। সকালে জমির মালিক হিজল গাছটি কাটতে করাত চালালে দেখা যায় গাছ থেকে রক্ত ঝরছে। কিছুক্ষণপর জমির মালিক রক্তবমি করতে করতে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। বর্ষার টইটুম্বর জলে ভেসে ওঠে নীল আকাশের মুখচ্ছবি। সড়কের ধারে সারিবাধা শতাধিক ডিঙ্গি নৌকা, ইঞ্জিনচালিত নৌকাগুলো পুরো বিকাল দর্শনার্থীদের নিয়ে ভেসে বেড়ায় কয়েক কিলোমিটার জুড়ে। গোধুলী লগ্নে সূর্যাস্তের অপরূপ দৃশ্যের ছবি ও ভিডিওচিত্র দর্শনার্থীদের ক্যামেরায় জায়গা করে নেয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102