মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

পরিবেশ-পরিস্থিতির উন্নতি হলে ভারতের অন্যান্য ভিসা প্রক্রিয়া চালু করা হবে-ভারতীয় হাই কমিশনার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশিদের জন্য বিপুলসংখ্যক মেডিক্যাল ভিসা দেওয়া হয়েছে, যা এখনো অব্যাহত আছে। পরিবেশ-পরিস্থিতির উন্নতি হলে ভারতের অন্যান্য ভিসা প্রক্রিয়া চালু করা হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রণয় কুমার ভার্মা বলেন, ‘দুর্গাপূজা একটি মহোৎসব।

ভারত ও বাংলাদেশ একইভাবে দুর্গাপূজা উদযাপন করে থাকে। সপ্তমী পূজা আমাদের জন্য আনন্দ উৎসবের। আমি এখানে এসেছি সপ্তমী পূজা উদযাপন করতে। এটি আমাদের জন্য একটি দুর্দান্ত উপলক্ষ।
দুর্গাপূজার মতো উৎসবগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে সাধারণ বন্ধন। আমরা উভয়ই একই চেতনা এবং একই উৎসাহের সঙ্গে উদযাপন করি।’বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের রাষ্ট্রদূত মিস্টার ঘনশ্যাম ভান্ডারী ও তার প্রতিনিধি দল, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম, থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম পূজামণ্ডপ পরিদর্শন করেন।

সেখানে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল রিনা ক্রুস ও কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক লিটন তাদের স্বাগত জানান।

এ ছাড়া কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক মহাবীর পতি চন্দন, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী তাদের স্বাগত জানান। নেপাল ও কানাডার রাষ্ট্রদূত মির্জাপুর সাহাপাড়ার কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102