টাঙ্গাইলের মির্জাপুরের দানবীর রায়বাহাদুর রণদা প্রসাদ সাহার ১২৯তম জন্মজয়ন্তী আজ ১ নভেম্বর। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশের কৃতী সন্তানের জন্মজয়ন্তী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মির্জাপুর রণদা নাটমন্দিরে পালন করা হবে।
এতে সভাপতিত্ব করবেন কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়। প্রধান অতিথি থাকবেন সিনিয়র অ্যাডভোকেট নিহাদ কবির।
বিশেষ অতিথি থাকবেন রণদার একমাত্র পৌত্র রাজীব প্রসাদ সাহা ও রণদার দৌহিত্র মহাবীর পতি (চন্দন)।
১৮৯৬ সালের উত্থান একাদশীতে ঢাকা জেলার উপকণ্ঠ সাভারের কাছুর গ্রামের মাতুলালয়ে মামাবাড়িতে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন রণদা প্রসাদ সাহা। কষ্টার্জিত সব ধনসম্পদ আর্তমানবতার সেবায় বিলিয়ে দিয়েছেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী মহিলা কলেজ ও মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ উল্লেখযোগ্য।