টাঙ্গাইলের সখীপুরে ফেসবুক কাণ্ডে সড়ক ও জনপথ (সওজ) উপ-বিভাগের (টাঙ্গাইলের মির্জাপুর) উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমানকে বদলি করা হয়েছে। এদিকে শুক্রবার বিকালে সখীপুর-সাগরদীঘি সড়কের নিম্নমান কাজের প্রতিবাদে বড়চওনা বাজারে এক মানববন্ধন করেন স্থানীয় রেমিট্যান্স যোদ্ধা ও এলাকাবাসী। এতে মুনতাসির ইসলাম পাপ্পুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহম্মদ সবুর রেজা, ইউপি সদস্য আশরাফ হোসেন, মিজানুর রহমান, যুবদল নেতা মোতালেব হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সীমান্ত, মামুন প্রমুখ। বদলি করার বিষয়টি গত বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান সাংবাদিকদের জানায়। গত বুধবার দুপুরে সখীপুর-সাগরদীঘি সড়কে নিম্নমানের কাজের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও পোস্ট করেন মামুন নামের এক প্রবাসী যুবক। সেই পোস্টে উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমান মন্তব্য করেন ‘বিদেশি কামলারাও যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে দেশের ১৮টা বাজবে।’ এনিয়ে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া এবং ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রকৌশলীকে শোকজ করা হয় এবং রাতেই আবার বদলি করা হয়। মির্জাপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা বলেন, আনিছুর রহমানকে তার ফেসবুকে মন্তব্যের জন্য তিন কর্মদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছিল। এরই মধ্যে তাকে ময়মনসিংহ জোনের টাঙ্গাইল জেলা থেকে প্রত্যাহার করে রাজশাহী জোনের সিরাজগঞ্জে বদলি করা হয়েছে। তাকে বদলি করা হলেও শোকজের জবাব দিতে হবে। আনিছুর রহমানের বাড়ি সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামে। এ বিষয়ে আনিছুর রহমান বলেন, ‘ইতিমধ্যে আমার মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি এবং ভিডিও বার্তা দিয়েছি।’