টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোডাউন হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর এলাকায় মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাবের অনুসারীরা এ শোডাউন করেছে।
পৌর এলাকার পোষ্টকামুরী জহুর বাড়ির মোড় থেকে শুরু করে উপজেলার সীমান্তবর্তী জামুর্কী এলাকা ঘুরে গোড়াই শিল্পাঞ্চল এলাকার সীমান্তবর্তী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার প্রদক্ষিণ করে জহুর বাড়ির মোড়ে এসে মোটরসাইকেল শোডাউনটি শেষ হয়।
এতে উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়ন থেকে আসা অন্তত ৭ শ মোটরসাইকেলে করে ২ হাজারের অধিক নেতাকর্মী অংশ নেন।








