টাঙ্গাইলের সখীপুর ও বাসাইলে দেড় লাখ মানুষকে শীতবস্ত্র দিয়েছেন লাবিব গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আলমগীর রাসেল। তিনি টাঙ্গাইল–৮ (সখীপুর-বাসাইল) আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী।
দুই উপজেলার শহর থেকে প্রত্যন্ত গ্রামের অসহায় গরিব মানুষকে কম্বল, সোয়েটার এবং টুপি উপহার দেন তিনি। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গতকাল সোমবার শেষ হয়।
সিআইপি সালাউদ্দিন আলমগীর রাসেল জনসাধারণের উদ্দেশ্যে বলেন আমি আপনাদের সন্তান। আপনাদের পাশে ছিলাম, আছি ও থাকব। শীতবস্ত্র বিতরণের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। যাকে ভালো লাগে তাকেই দেবেন আপনাদেরকে ভালোবেসে উপহার সামগ্রী দিচ্ছি মাত্র।
আমাকে অসহায় ও দুস্থ মানুষের পাশে সারাজীবন পাবেন।
প্রসঙ্গত, সম্প্রতি লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল ব্যক্তিগত উদ্যোগে সখীপুর ও বাসাইলের ৫২০টি মসজিদে মোট ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান প্রদান করেন। বিভিন্ন স্কুল ও মাদরাসায় দিচ্ছেন আর্থিক সহযোগিতা। কৃতি ছাত্রছাত্রীদের দিয়েছেন আর্থিক উপহার ও সম্মাননা ক্রেস্ট।