নিজস্ব প্রতিনিধিঃ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল। রবিবার (৬ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরে ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এর আগে সমাবেশস্থলে আশপাশ এলাকা থেকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে সমবেত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাশেদ ইকবাল খান। এতে টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ’র সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ কবির সুমন প্রমুখ।
এসময় জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন বাপ্পি, মো. রাকিব হোসেন, জুলকার নাঈম শিশির, কাউছার রহমান লিমন, সাবেক ছাত্রনেতা মো. আমান উল্লাহ আমানসহ ছাত্রদলের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ভাবে বেড়েই চলেছে। দেশের সাধারণ মানুষ নিশ্চুপ ভাবে জীবন চালাচ্ছে। সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতারা
Leave a Reply