ফলে এটি বন্ধ করতেও পারা যাচ্ছে না। এতে করে মধুপুর ও ঘাটাইল আইনশৃংখলার অবনতি ঘটতে শুরু করেছে।
জানা যায, দীর্ঘ ৯/১০ মাস ধরে মধুপুরের নেন্দুয়া বাজার ও ঘাটাইল-মধুপুর সীমান্ত এলাকার গারো বাজার এলাকায় ওয়ান টেন নামের জুয়ার আসর বসানো হয়েছে। আর এই জুয়ার আসরে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে জুয়ারুরা এসে প্রথমে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকে। পরে সময় সুযোগ বুঝে তাদের নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। এরপর সংশ্লিষ্ট ঘটনাস্থলে কোন বিপদ আজ করতে পেরেই তারা স্থান পরিবর্তন করে যান সীমান্তবর্তী এলাকা গারো বাজারে।
Leave a Reply