সকাল দশটায় বঙ্গভবন থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেশব্যাপী ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মতিন বিশ্বাস, নাগরপুর থানা অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র কুমার পৌদ্দার প্রমুখ।
Leave a Reply