ফাইল ছবি

ঘাটাইলে ট্রাক চাপায় এক বৃদ্ধার মৃত্যু

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বালুভর্তি ট্রাক চাপায় গোপাল চন্দ্র দাশ ( ৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে উপজেলার দিঘলকান্দী ইউনিয়নের মনিদহ এলাকার মৃত যতিন্দ্র কুমার দাসের ছেলে। ঘাটাইল থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সোমবার বিকেল ৫ টায় উপজেলার মনিদহ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের ব্রাম্মানশাসন আতিকরোডে সংস্কারের কাজ চলছিল। গোপাল চন্দ্র স্থানীয় বাজার থেকে বাজার করে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সড়কের মালামাল নেওয়ার কাজে নিয়োজিত একটি ট্রাক পিছনের দিকে পেছাতে গিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান গোপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap