নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন মুনিয়া চৌধুরী। রোববার (৬ মার্চ) তিনি বিদায়ী ইউএনও মো. সোহাগ হোসেনের স্থলাভিষিক্ত হন। মুনিয়া চৌধুরী ৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার।
মুনিয়া চৌধুরীর স্বামী আশরাফ সাদেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক। তাঁর বাবা সাবেক সচিব চৌধুরী বাবুল হাসান এবং মা শাহীনা চৌধুরী একজন গৃহিণী। মুনিয়া চৌধুরীরা তিন বোন এক ভাই।
৩৪ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছিলেন মুনিয়া চৌধুরী। ২৭৯ জনের মধ্যে তিনি প্রথম হন। মুনিয়া চৌধুরী ২০০৮ সালে এইচএসসির পর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়ে ব্যক্তিগত কারণে ১০ দিনের মাথায় চলে আসেন। ওই বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।
গত রোববার সন্ধ্যায় তিনি বিদায়ী ইউএনও মো. সোহাগ হোসেনের কাছে থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply