৫ মার্চ অ্যাম্বারের ব্রডব্যান্স সংযোগ চালু হয় এই গ্রামে। ৬ মার্চ গায়রা গ্রাম থেকে কয়েকজন গারো তরুণ ফ্রিল্যান্সার ভিডিও কলে নিজেদের আনন্দের মুহূর্ত এই প্রতিবেদকের কাছে তুলে ধরেন।
গারো তরুণদের বেশিরভাগই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়েছেন এই গোষ্ঠীর তরুণ সুবীর নকরেক প্রতিষ্ঠিত নকরেক আইটি ইনস্টিটিউট থেকে। সুবীর নকরেক বলেন, ‘গ্রামে দ্রুতগতির ইন্টারনেটের ব্যবস্থা হয়েছে, এখন আর অনলাইনে ফাইল জমা দিতে বনের ভেতরে নেটওয়ার্কের খোঁজে দৌড়াতে হবে না। গাছে উঠে মডেম ঝোলাতেও হবে না আমাদের। নিজেদের মাটির ঘরে বসেই ইন্টারনেট ব্যবহার করতে পারব। যারা শহরে চলে গেছে, ইন্টারনেট সুবিধার জন্য আশা করি সবাই গ্রামে ফিরবে।’
Leave a Reply