আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমাদের সতর্ক করে দিয়ে রাশিয়া বলেছে, তারা নিষেধাজ্ঞার বিস্তৃত জবাব নিয়ে কাজ করছে যা দ্রুত বাস্তবায়িত হবে এবং পশ্চিমের সবচেয়ে স্পর্শকাতর এলাকায় এর প্রভাব পড়বে। মস্কোর তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে পশ্চিমা দেশগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর জবাবে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ শুরু করে। এই নিষেধাজ্ঞার ফলে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার অর্থনীতি সবচেয়ে বিপর্যস্ত সময় পার করছে।
পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক সহযোগিতা দপ্তরের পরিচালক দিমিত্রি বিরিচেভেস্কির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ বলেছে, ‘যাদের লক্ষ্যবস্তু করা হবে তাদের প্রতি রাশিয়ার প্রতিক্রিয়া হবে দ্রুত, চিন্তাশীল ও স্পর্শকাতর।’
Leave a Reply