বিনোদন ডেস্কঃ ‘মিল্কি বিউটি’খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। ২০০৫ সালে হিন্দি ভাষার ‘চাঁদ সা রোশান চেহারা’ সিনেমার মধ্য দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর তেলেগু ভাষার ‘শ্রী’ সিনেমার মাধ্যমে একই বছর দক্ষিণী সিনেমায় পা রাখেন এই অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে তার অভিনীত ৬৯টি সিনেমা মুক্তি পেয়েছে। এ তালিকায় রয়েছে—‘বাহুবলি’, ‘কেজিএফ’, ‘সাইরা নরসিমহা রেড্ডি’-এর মতো সিনেমা।
২০০৫ সালে প্রথম একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন তামান্না। এরপর কেটে গেছে দীর্ঘ ১৭ বছর। দীর্ঘ সময় পর ফের মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন তামান্না। ‘তাবাহি’ শিরোনামের এ গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন ভারতের র্যাপার বাদশা। সংগীতায়োজন করেছেন হিটেন। গত ৭ মার্চ বাদশার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। আর এ গানে পারফর্ম করেছেন তামান্না।
গানটি মুক্তির তিন দিনে ভিউ দাঁড়িয়েছে প্রায় ২৬ লাখ। বাদশার গায়কি ও তামান্নার পারফরম্যান্সের প্রশংসা করছেন নেটিজেনরা। ইউটিউবের কমেন্ট বক্সে মন্তব্য করে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন নেটিজেনরা। তামান্না তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গানটি। ক্যাপশনে লিখেন, ‘‘তাবাহি’ মুক্তি পেয়েছে। বাদশার ইউটিউব চ্যানেল এবং আপনার প্রিয় স্ট্রিমিং সাইটে ভিডিওটি দেখুন, লাইক দিন।’’ তামান্নার ইনস্টাগ্রামে গানটি দেখা হয়েছে প্রায় ৮ লাখ বার। সামান্থাসহ অনেক তারকা তামান্নার লুকের প্রশংসা করছেন।
মিউজিক ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে
Leave a Reply