নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানা পুলিশ।
গ্রেপ্তারকালে গরু বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকা, ২ টি গরু, একটি জ্যাক ট্রাক, ২ টি স্মার্ট ফোন ও ১টি ত্রিপল জব্দ করে পুলিশ।
বুধবার (৯ মার্চ) সকালে গাজীপুর কোনাবাড়ী থানা ও ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের নাম মোশারফ হোসেন, মো. শাহ্ আলম ও আব্দুল খালেক। তারা গরু চুরি করে দেশের বিভিন্ন হাটে বিক্রি করতো।
ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গরুর মালিক মামলা দায়ের পর অভিযান চালিয়ে ও তিন সদস্যকে গ্রেপ্তার ও গরু, ট্রাক, নগদ টাকা জব্দ করেন পুলিশ।
এছাড়াও তাদের জিজ্ঞাসাবাদে গরু চুরি বিষয়টি স্বাকীর করেন তারা। গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply