নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সকালে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলো- ঝালকাঠি জেলার বৈদারাপুর এলাকার মৃদ হাতেম আলী সিকদারের ছেলে মো: ছবুর সিকদার (৩৩) ও কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ফুলতলী গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে মো: আরজু ভূইয়া (৩৮)। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। আটককৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছিলো। র্যাব আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply