নিজস্ব প্রতিনিধিঃ “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ আগ্রগণ্য” প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান প্রমুখ।
এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি ও নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply