টাঙ্গাইলে নারী দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” শ্লোগানকে সামনে নিয়ে ৮ মার্চ নারী দিবস উপলক্ষে টাঙ্গাইলে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় পৌরউদ্যানে গিয়ে শেষ হয়। পরে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো: এশরাজুল হক।

এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক নারী সংগঠন ও এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap