কালিহাতীর এলেঙ্গায় মুজিব শতবর্ষ উপলক্ষে নাট্যনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে আলোচনা সভা ও নাট্যনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ( ৯ মার্চ)  রাত ৮টার দিকে এলেঙ্গা পৌর এলাকার ভাবলা হাকিগঞ্জ বাজার সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ- আলম সিদ্দিকী।
এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র শরীফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান,  এলেঙ্গা পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদুল ইসলাম শান্ত। আলোচনা অনুষ্ঠান শেষে পীরজাদা আতিকুর রহমান ও শহীদ ফকিরের পরিচালনায় নাটক কাজল রেখা ও রুপবান মঞ্চায়িত করা হয়।  এতে স্থানীয়রা অভিনয় করেন।
বিপুল সংখ্যক দর্শক আনন্দের সাথে নাটক দুটি উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap