মির্জাপুরে একটি বিরল প্রজাতির চিত্র বন্য হরিণ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ বনাঞ্চলে শুস্ক মৌসুমে খাবার সংকট দেখা দেওয়ায় বনের হরিণ খাবারের সন্ধ্যানে লোকালয়ে ছুটে আসার খবর পাওয়া যায় প্রায়ই। এরইধারাবাহিকতায় টাঙ্গাইলের মির্জাপুর থেকে একটি বিরল প্রজাতির চিত্র বন্য হরিণ উদ্ধার করা হয়।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় স্থানীয়দের উপজেলার ফতেপুর ইউনিয়রেন পারদিঘী গ্রাম থেকে হরিণটি উদ্ধার করেন স্থানীয় বাঁশতৈল বনবিভাগের লোকজন।

ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ জানান, বিকালে পাশের সুতানড়ি গ্রামের লোকজন চিত্রা হরিণটি দেখতে পান। তারা হরিণটি দৌড়ে ধরার চেষ্টা করেন। কিন্তু তাদের তাড়া খেয়ে হরিণটি পারদিঘী গ্রামে ছুটে আসে।

তিনি আরও জানান, ওই গ্রামের লোকজন ঘেরাও দিয়ে হরিণটি ধরে বনবিভাগের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে বাঁশতৈল রেঞ্জ অফিসার আশরাফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি দল পারদিঘী গ্রামে এসে হরিণটি উদ্ধার করেন। হরিণটি এক নজর দেখতে আশপাশের লোকজন ভিড় করেন।

এ বিষয়ে বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, বর্তমানে শুস্ক মৌসুম চলছে। এই সময়ে মধুপুর বনাঞ্চলে হরিণের খাবার সংকট দেখা দিয়েছে। যে কারণে হরিণ বন থেকে লোকালয়ে এসে থাকতে পারে বলে তিনি ধারণা করছি।

চিত্র জাতের এই হরিণটি ওজন প্রায় ৩০ কেজি। স্থানীয় লোকজন দৌড়ি ধরতে গিয়ে হরিণটি শিং এ আঘাতপ্রাপ্ত হয়েছে। হরিণটি বৃহস্পতিবার (১০ মার্চ) প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে মধুপুর বনে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap